রাজ‍্যের প্রতিমন্ত্রীর সই জাল করে ভুয়ো চিঠি : তোলপাড় গোটা জেলা

27th July 2021 9:49 am মালদা
রাজ‍্যের প্রতিমন্ত্রীর সই জাল করে ভুয়ো চিঠি : তোলপাড় গোটা জেলা


দেবাশীষ পাল ( মালদা ) : চাকরির সুপারিশ করে আবেদনপত্র লেখার অভিযোগ উঠল রাজ্যের  সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। মন্ত্রীর লেটার প্যাডে  জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে চাকরির সুপারিশের চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। 
তারিখবিহীন চিঠিটি জনস্বাস্থ্য ও কারিগরি  দপ্তরের মেকানিক্যাল বিভাগের নির্বার্হী বাস্তুকারের উদ্দেশ্য লেখা হয়েছে। চিঠিটিতে অসিফের ঠিকানা রয়েছে ইংরেজবাজারর দৌলতপুর এলাকার।চিঠিতে স্পষ্টতঃ উল্লেখ রয়েছে কাজের জন্য আবেদন।চিঠিতে বলা হয়েছে সুব্রত ঘোষ,বাবা দিলীপ ঘোষ,ঠিকানা জোত পরম চৌধুরীটোলা। পোষ্ট জোত পরম,থানা কালিয়াচচ। সে আমার বিশেষ পরিচিত এবং আমাদের ঘনিষ্ঠ। আলিনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। সে বেকার এবং দরিদ্র পরিবারের সন্তান। তাকে  আপনারা দপ্তরের সিকিউরিটি গার্ড অথবাঅপারেটর বা প্ল্যান্টের যেকোন কাজে নিয়োগ করার অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে কনসিডারের আবেদন জানাচ্ছি। চিঠির নীচে সাবিনা ইয়াসমিনের সহি ও সীলমোহর দেওয়া রয়েছে। এমন চিঠি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরনের। শুধু তাই নয় প্রশাসনকেও প্রভাবিত করার চেষ্টা করছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এমন সুপারিশ চিঠির উল্লেখ শুনেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন চিঠিটি ভুয়ো বলে দাবী করলেন। তিনি বলেন এমন চিঠি তিনি লেখেন নি। তাঁর মাথা খারাপ হয়ে যায় নি যে নিজের প্যাডে এমন সুপারিশ চিঠি লিখবেন। তবে তিনি বিষয়টি উড়িয়ে না দিয়ে বলেন তাঁর অফিস থেকে প্যাড সংগ্রহ করে কেউ তাঁর সহি জাল করে এমন চিঠি করেছেন। তবে ঘটনার সত্যতা জানতে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। এদিকে বিষয়টি নিয়ে মালদহ জেলা জনস্বাস্থ্য কারিগরি  দপ্তরের নির্বাহী বাস্তুকার অনিমেষ চক্রবর্তী জানান এমন চিঠি তিনি পান নি। তবে এমন চিঠি প্রকাশ্যে আসতে জেলাজুড়েই শোরগোল শুরু হয়ে গেছে।





Others News